Friday, March 19, 2010

জীবনচক্র


ব্যাঙের কথা মনে পড়ে? ব্যাঙের জীবনচক্রের কথা? ডিম-ব্যাঙাচি-লেজ-সাঁতার? মনে পড়ে কিছু? আবছা আবছা মনে পড়ে আমার। বিশেষ করে তীর চিহ্নের গোল গোল ছবির কথা। ঐ ছবিটা কিন্তু আমি বেশ ভালই আঁকতে পারতাম। বর্ণণা তো পারতাম তা তেমন, তাই পরীক্ষার খাতায় ছবিটাই ছিল ভরসা। স্যার/ম্যাডাম রা ছবি দেখেই [আর খাতায় আমার নাম দেখে ;)] নম্বর দিয়ে দিতেন। আমি নিজেও মুগ্ধ হয়ে যেতাম অন্যদের সাথে আমার আঁকা ছবি তুলনা করে।

খেয়াল করে দেখি আজও আমি সেই জীবনচক্রের ছবি ভালই এঁকে চলেছি। পেন্সিলের শিসে নয়, বাস্তবে। অফিস-বাসা-ঘুম-অফিস। এই করে চলছে...

3 comments:

মিঠু said...

hmm, same here... :(




btw, where is the time for writing this in the cycle?? :P

আলোর ছটা said...

@mithu vai: if it were different, i would have been happier.

btw, writing time tends to zero!

Swakkhar Shatabda said...

sad so sad...........etai chokro, etai bastob, lathi mar vangre tala..