Tuesday, September 14, 2010

এলোমেলো - ০৫

কত বার তার মুন্ডু ছিড়েছো
মনে আছে তোমার?
কত বার তাকে কবর দিয়েছো
হিসেব আছে তোমার?

4 comments:

Swakkhar Shatabda said...

eta ki tor vagnir kirtikahini naki re?

যাযাবর said...

আপনার ব্লগে "ফলোয়ার্স" অপশনটা দ্যাননি কেনো? ;( ঐ অপশন থাকলে বার বার এসে দেখে যেতে হয়না নতুন পোষ্ট এসেছে কিনা...

আলোর ছটা said...

@যাযাবরঃ আপনার পরামর্শে 'ফলোয়ার্স' দিলাম। তবে আমার মতে ব্লগ ফলো করার সবচেয়ে ভাল উপায় হলো- Google Reader. চেষ্টা করে দেখতে পারেন।

আলোর ছটা said...

@যাযাবরঃ কোন ব্লগে ফলোয়ার্স গ্যাজেট না থাকলেও ফলো করা যায়। ব্লগারে লগইন করা থাকলে উপরে Follow লিঙ্ক আসে।