লোডশেডিং নিয়ে ভিন্ন সময়ের দুই বাংলাদেশীর মধ্যে কথা হচ্ছে -
অনাকাঙ্ক্ষিত সময়ের বাংলাদেশীঃ
ধূর, কী যে দিনকাল পড়ছে, ইলেক্ট্রিসিটি এই আসে তো এই যায়! কখন থাকে আর কখন থাকে না কিছুই বলা যায় না। :-(
স্বপ্নের সময়ের বাংলাদেশীঃ
হায় হায়! অবস্থা এত খারাপ? :-O আমাদেরতো এরকম হয় না, সব কিছুই চলে পরিকল্পনামাফিক।
আমরা এখন স্বপ্নের সময়ে বাস করছি। কারণ, আমরা জানি, দিন-রাত যেকোন সময় ইলেক্ট্রিসিটি প্রতি ১ ঘন্টা পর-পর যাবে-আসবে!!!
এ আবার কোন পাখি - ৪
1 month ago
2 comments:
হাহাহাহা ভাইয়া, দারুণ বলেছেন স্বপ্নের সময়ের ঐ জনগণ।
কিন্তু আমি কী আমার স্বপ্নকেও ছাড়িয়ে গিয়েছি? ;)
আমাদের এখানে তো প্রায়ই এখন চল্লিশ মিনিট থেকে দেড় ঘন্টা থাকেনা রাতে। তার কী হবে? :(
হাহা! ভালো লিখছেন ভাইয়া
Post a Comment