আমি আজ খুব ক্লান্ত;
চারপাশে ভিড় করে আছে-
প্রত্যাশার ভার,
কর্তব্যের ভার;
ভালবাসার ভার,
নিঃসঙ্গতার ভার;
সফলতার ভার,
হতাশার ভার;
বিবেকের ভার,
মুখোশের ভার;
হয়তো সবই মিছে, সবই ভ্রান্ত
তবু আমি ক্লান্ত, খুব ক্লান্ত।
(লেখক- মহাগুরু)
এ আবার কোন পাখি - ৪
1 month ago
No comments:
Post a Comment