Tuesday, July 8, 2008

কি সেই দুটি অক্ষর??

মাত্র পয়ত্রিশ কোটি বার
তার বেশি বৈ কম নয়
রক্তে অনুপ্রবেশ, প্রতি নিঃশ্বাসে
বাঁচিয়ে রাখে সারাক্ষণ
কেবল দুটি অক্ষর।

(সংগৃহীত)

: অক্ষর দুটি কি হতে পারে? আছে কোন ধারণা? তাহলে যোগ করুন মন্তব্যে...

6 comments:

Saif said...

প্রতিক্ষণে বাঁচিবার আশ
দুটি অক্ষর সাথী
জ্বলে হৃদয় ঘর, শ্বাস
চলে দিবা রাতি,
রক্ত ধমনী বয় সময়
থমকে দাঁড়ায় মন,
বহু প্রিয় প্রাণ বায়ু
থামে য কখন....


এর মধ্যে আছ কি?

Swakkhar Shatabda said...
This comment has been removed by the author.
Swakkhar Shatabda said...

এটা তো মহাগুরুর সৃষ্টি,
মহান পাইকু

আমাদের আরো ৫০০ বছর লাগবে এর একেকটি শব্দ আবিষ্কার করতে।

আলোর ছটা said...

swakkhar>> :D

আলোর ছটা said...

saif>> এখনতো মনে হচ্ছে জিজ্ঞেস করতে হবে- অক্ষর চারটি কি??

Shimul said...

sunsilk hair fall difence