Thursday, July 31, 2008

এলোমেলো - ০৪

সৈকতের বালি চিকচিক করে
তীক্ষ্ণ আলোয় পুড়ে
মূর্খ আমি ভাবি - আহ্ কী সুন্দর!
দ্যুতি জ্বলজ্বল করে

Wednesday, July 16, 2008

মহাগুরুর কবিতা - ১২

আমি আজ খুব ক্লান্ত;
চারপাশে ভিড় করে আছে-
প্রত্যাশার ভার,
কর্তব্যের ভার;
ভালবাসার ভার,
নিঃসঙ্গতার ভার;
সফলতার ভার,
হতাশার ভার;
বিবেকের ভার,
মুখোশের ভার;
হয়তো সবই মিছে, সবই ভ্রান্ত
তবু আমি ক্লান্ত, খুব ক্লান্ত।

(লেখক- মহাগুরু)

Tuesday, July 8, 2008

কি সেই দুটি অক্ষর??

মাত্র পয়ত্রিশ কোটি বার
তার বেশি বৈ কম নয়
রক্তে অনুপ্রবেশ, প্রতি নিঃশ্বাসে
বাঁচিয়ে রাখে সারাক্ষণ
কেবল দুটি অক্ষর।

(সংগৃহীত)

: অক্ষর দুটি কি হতে পারে? আছে কোন ধারণা? তাহলে যোগ করুন মন্তব্যে...