Wednesday, April 16, 2008

এলোমেলো - ০২

আমরা প্রতিনিয়ত
হাঁটছি, খেলছি, ছুটছি
সবই ঠিক আছে ;
তবে পা কিন্তু মচকায়
একটা ভুল পদক্ষেপে ...

2 comments:

Jawshan Ara Shatil said...

মানে তো দাড়ালো
ভাবিয়া... করিও কাজ
করিয়া... ভাবিও না...

ভালো

পা মচকালে খুব একটা বড় ক্ষতি হয় না... পা ভাংলে হয়...ঃ)

Swakkhar Shatabda said...

আমাদের দেখে
আমরা দেখি
ওরা চলে
আমরা চলে যাই
আমি যেতে চাই না :(