Monday, April 23, 2007

বছর শুরুর বৃষ্টি


শেষ বিকেলে বিছানায় শুয়ে শুয়ে যখন আড়মোড়া ভাঙছিলাম - খেয়াল করলাম বাইরে দারুণ বাতাস বেশ আরামের হালকা ঠান্ডা মনে হচ্ছে বৃষ্টি হবে একটু পরকিন্তু বাতাসটাই ভাল লাগছেমাঠে গেলে আরো ভাল লাগতসবি (রুমমেট) কে ঘুম থেকে ডেকে তুললামএতে যতক্ষণ দেরী হল, ততক্ষণে বৃষ্টি ঝরতে শুরু করেছেসবি এবার ভিজতে চাইল সামনে পরীক্ষা বললাম ভিজব না, যদিও কষ্ট হলবৈশাখের বৃষ্টি, বছর শুরুর বৃষ্টি, আর আমি ভিজব না - কষ্ট হবে না? তবুও সংযত করলাম নিজেকেবাস্তবতার স্বার্থে হত্যা করলাম মনের ছোট্ট ইচ্ছাকে

এখন কী করি? নিচে ঝালমুড়ি বিক্রি করছেভাবলাম খেয়ে আসিএগিয়ে চললাম সেদিকে তিন তলা হতে যেই না নিচে নামলাম, মনটা আবার বেঁকে বসল বৃষ্টিতে ভিজার ইচ্ছেটা আবার জেগে উঠলইচ্ছাটাকে দ্বিতীয়বার আর হত্যা করলাম না একটা রুমে মোবাইল-মানিব্যাগ-জামা রেখে হলের মাঠে ভিজতে নামলাম আমরা দুই রুমমেটকিন্তু বিধি বামএতক্ষণে বৃষ্টি থামতে শুরু করেছেতবুও মাঠে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণযা ভিজলাম তাতে কিছুই হল নাএরপর যখন জামা পরলাম - সব আবার আগের মতোই স্বাভাবিক, যদিও পরনে বৃষ্টি-ভিজা প্যান্ট

ভিজা অবস্থায়ই ঝালমুড়ি খেলামএরপর কেন্টিনে গেলাম নাস্তা খেতে খাওয়া শুরু করলামএদিকে আমাদের নিয়ে প্রকৃতির খেলা থামে না বৃষ্টি আবার নামতে শুরু করেছেআমারাও কি হার মানি! আবার ভিজতে নামলামএবার গেলাম ক্যাম্পাসেচিরচেনা বুয়েট ক্যাম্পাসেথেমে থেমে ঝরতে থাকা ধারায় ভিজতে ভিজতে রাস্তায় হাঁটতে লাগলামউদাসী মনে চক্কর দিলাম পুরো ক্যাম্পাস মনটা ভাল হয়ে গেল বৃষ্টি শেষে সন্তুষ্ট চিত্তে রওনা দিলাম হলের দিকে - রুঢ় বাস্তবতার বিরুদ্ধে বিজয়ী এক মন নিয়ে... ... ...

(22 April, 2007)



2 comments:

Ashikur Rahman said...

ami vijte chai sobai k nea ak akaser niche....bar bar bosor surur bristite....:D

আলোর ছটা said...

ashik, i hope your wish will come true in near future :D