Wednesday, October 17, 2007

চাপাবাজির অন্তরালে


জানিস, আমাদের দেশের মানুষেরা নাক দিয়ে ভাত খায়। এমন চাপবাজি হজম করা কঠিন। না না... আপনার হজম করার দরকার নেই। এক কাজ করুন - এক ঝারি মারুন। দেখবেন তরতর করে চাপাবাজটা তার সুর পালটিয়ে বলবে-না, মানে... নাকের একটু নিচ দিয়ে

একটু পর দুয়েকটা চাপা আমিও মারব। তবে, প্লি--জ ঝারি মরবেন না। আমিই সত্য কাহিনী বলে দিব।

চাপা-১: শামীম যে বক্সটায় কয়েন জমাত - সেটা এখন খালি... না না, পুরা খালি না, তিনটা এক টাকার কয়েন এখনো অবশিষ্ট আছে।

চাপা-২: তানিয়া যে বক্সটায় কয়েন জমাত - সেখান থেকে সব কয়টা পাঁচ টাকার কয়েন উড়ে গেছে। না, সব কয়টা না... মাত্র আড়াইশটার মত উড়ে গেছে।

চাপা-৩: বেলায়েত ভাইয়ের মানিব্যাগে থাকা লাখ টাকার হিসাব মিলছে না।... না, মানে... লাখ টাকা না, হাজার টাকা।

চাপা-৪: শান্তা আপুর কানের সোনার দুলটা পাওয়া যাচ্ছে না।... না, আসলে সোনার না, সোনার জলে ধুয়া।

চাপা-৫: মাত্র সপ্তাহ খানেক আগে শামীম Head & Shoulder-এর যে বোতলটা কিনেছিল - সেটাতে এখন আর কিচ্ছু নাই। ... না, মানে... কিছু নাই- তা না, বোতল ভর্তি পানি আছে।


দেখলেন... আমি কত্ত সহজ-সরল মানুষ! চাপা মারার পরপরই কেমন সত্য কথা বলে দিলাম!! তবে একটা সত্য চাপা না মেরে সোজাসুজিই বলি - দুই দিন আগে (ঈদের পরদিন) আমাদের বাসার কাজের মেয়েটা বাড়িতে বেড়াতে গেছে।

8 comments:

Unknown said...

patro patrir bistarito porichoy abosshyok.

আলোর ছটা said...

rajputro>>
tor kothar sur jeno kemon! :P jai hok, uttor dichchhi-

shamim : my present roommate
tania: younger sister of sohag (our friend, practically we r sub-let of his house :P)
belayet vai: husband of tania
shanta apu: cousin of sohag.

hotash hois na jeno!

Anonymous said...

porte partesi na :'( :'( a kar e kar ultapalta jaygay.. meramot kora lagbe :'( pore korbo... biroktikor x-(

@_Rizvi said...

চরিত্রগুলোকে চিনলে হয়ত আরো বেশি মজা পেতাম...

আলোর ছটা said...

কী দিনকাল পড়লরে ভাই... একজনের বাসায় চুরি হয়, আরেকজন কিনা আরো বেশি মজা পাইতে চায়! কলি কাল... ঘোর কলি কাল [:P]

*একটা কমেন্টে পরিচয় দেয়া আছে।

Swakkhar Shatabda said...

প্রথমে বুঝি নাই, এখন মন্তব্য পড়ে বুঝলাম, চুরি হইছে, লেখাটা ভালো হইছে।

Shimul said...

ashis da , ami ja bujhchi ta hoitese oi kajer beti shob kisu churi koira niya vagse, amar bojha ki thik hoise?? tk poysha shampu kaner dool etc ..

আলোর ছটা said...

shimul'da >> churir dhoron-ta aajob na??