কেমন যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি কেবল... একই নাটকের পুনরাবৃত্তি করে যাচ্ছি প্রতিদিন... এলার্মের বিরক্তিকর শব্দে ঘুম ভাঙ্গে সেই সক্কালে... হাত-মুখ ধোঁয়া, নাস্তা করা, গোসল করা প্লাস-মাইনাস... এভাবেই চলে অফিস যাওয়ার প্রস্তুতি... সারাদিন অফিসে... ফিরতে ফিরতে কোনদিন ৭টা, কোনদিন ৮টা... রাতে খাওয়ার সময় চলে আসে... এরই মাঝে কারো সাথে খানিকক্ষণ আড্ডা কিংবা পেপার পড়া কিংবা গল্পের বইয়ে চোখ বুলানো... ততক্ষণে চোখজোড়া নিভুনিভু করতে শুরু করে... অতএব ঘুম... আরেকটা দিনের সমাপ্তি... ... ... প্রতিদিন একই রুটিন... ডায়েরি কিংবা ব্লগ লিখাটাও হয়ে উঠেনা... ক্লান্তি আর নিস্পৃহতায় পেয়ে বসে আমাকে... এই কি চেয়েছিলাম? নিজেকে জিজ্ঞেস করি... উত্তর একটা আসে বটে, কিন্তু মানতে পারিনা- ‘থাকা-খাওয়ার একটা নিশ্চয়তা’... এইটুকুই কি সব??? আমি আসলে জানিনা আমি কী চাই, কোন পথে যেতে চাই... চাওয়া-না চাওয়ার দোলাচলে আহত হচ্ছি বারবার, রক্তাক্ত হচ্ছি প্রতিনিয়ত... এরই মাঝে আবার ভাল থাকার অভিনয় করে যাচ্ছি... হায়রে...
বি.দ্র. - যাক, কথাগুলো বলতে পেরে বেশ হালকা লাগছে।
বি.দ্র. - যাক, কথাগুলো বলতে পেরে বেশ হালকা লাগছে।
2 comments:
at least kono na kono jaygay apni admit korchhen... ami bujhi na keno, jara deshe achhe tarai shudhu shikar kore life ta koto boring... amra jara baire achhi, tader modhdhe ekta tendency achhe shob chepe jawar... as if desher manusher kono life nai... apni 1 ta job kore bore, era 2/3 ta job kore bochhore ekta get-together arrange kore bolbe, amader shob achhe.. life e kono shomoshsha nei, boredom nei
well... i don't deny that i'm somewhat bored... but i'm afraid our ways of thinking might not be same. i had many dreams (untold), but when i started job-life, it seems that those are burried. [স্বপ্নের ঠিকানা] my question is: did i dream of this life???
Post a Comment